দুবাই কুরআন প্রতিযোগিতায় হাফেজ খাদিজা বাংলাদেশের প্রতিনিধি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৫ নভেম্বর ২০১৭

‘দুবাই অ্যাওয়ার্ড’ খ্যাত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি এবার শায়খা ফাতিমা বিনতে মোবারাক আন্তর্জাতিক হলি কুরআন প্রতিযোগিতা নামে শুধু নারীদের জন্য আলাদাভাবে আয়োজন করেছে। এ প্রতিযোগিতায় কিশোরী হাফেজ খাদিজা বিনতে আহসান বাংলাদেশের প্রনিতিধিত্ব করবেন।

দুবাইয়ের বিজ্ঞান ও সংস্কৃতি ক্লাব মিলনায়তনে আগামীকাল (৬ নভেম্বর) শুরু হবে এ প্রতিযোগিতা। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্ত্রী ফাতিমা বিনতে মোবারক উপস্থিত থাকবেন।

এ বছর প্রতিযোগিতাটির ২০তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুমিল্লার মেয়ে হাফেজ খাদিজা ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।

হাফেজ খাদিজা ওয়ারির ফকির বানু ভবনস্থ সাউদা বিনতে জামআহ আন্তর্জাতিক বালিকা মাদরাসার ছাত্রী।

শায়খা ফাতিমা বিনতে মোবারক আন্তর্জাতিক হলি কুরআন প্রতিযোগিতায় এ বছর ৭০টি দেশের নারী প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করবে বিশ্ববিখ্যাত নারী হাফেজরা।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার খন্দকার আহসান উল্লাহ মেয়ে কিশোরী হাফেজ খাদিজা।

উল্লেখ্য যে, সাউদা বিনতে জামআহ আন্তর্জাতিক বালিকা মাদরাসার ছাত্রী হাফেজ সাজেদা খাতুন ২০০৭ সালে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৯৬টি দেশের প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অধিকার করেন। পরে ২০০৯ সালে জর্দানে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায়ও তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।

এমএমএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।