জান্নাতের নেয়ামত লাভে ইবরাহিম আলাইহিস সালামের শেখানো তাসবিহ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালাম। তিনি এ উম্মাহকে মুসলিম নামে নামকরণ করেন। কুরআনে এসেছে, ‘তোমাদের পিতা ইবরাহিম; তিনি মুসলিম হিসেবে তোমাদের নামকরণ করেছেন।’ (সুরা হজ : আয়াত ৭৮)

উম্মতে মুসলিমাহর জন্য হজরত ইবরাহিম আলাইহিস সালাম জান্নাতের নেয়ামত লাভে একটি তাসবিহ পাঠের নসিহত পেশ করেছেন। আর তা হলো-
Amal-Inner

‘সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’

হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মেরাজের রাতে আমি হজরত ইবরাহিম আলাইহিস সালাম-এর সঙ্গে দেখা করেছি। তিনি (আমাকে) বললেন, ‘হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে আমার সালাম পৌঁছে দেবেন এবং তাদেরকে জানাবেন যে, জান্নাতের জমিন অনেক সুগন্ধি সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। তা (জান্নাত) একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো- ‘সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে পাঠানো হজরত ইবরাহিম আলাইহিস সালামের উপহার ছোট্ট ‘তাসবিহ’টি নিয়মতি পাঠ করে জান্নাতের নেয়ামত লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।