হাটহাজারীর ছিপাতলীতে মুনিরীয়া তবলীগের মাহফিল অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ০৫ আগস্ট ২০১৭

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র স্মরণে হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইদ্রিস খান ( রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২৭নং ছিপাতলী শাখার উদ্যোগে শুক্রবার (৪ আগস্ট) লাল মোহাম্মদ খান শাহী জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।

মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরের নবীপ্রেমিক মুসলমান উপস্থিত ছিলেন। মাগরিবের আগেই মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

খাগড়াছড়ি ইসলামীয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও ছিপাতলী শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, মাহফিল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন খান।

toblig

মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গহিরা এফ কে জামেউল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানফী, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের এশায়াত সম্পাদক ও রাউজান মুনিরীয়া দারুসুন্নাহ ফাজিল মাদরাসার প্রভাষক, আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, হাটহাজারী জামিয়া অদুদিয়া সুন্নিয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, দক্ষিণ গুমানমর্দন জিলানী বাজার হাজ্বী ইউনুছ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দিন আহমদী প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আবু ছালেহ, হাফেজ মাওলানা আব্দুল হান্নান।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।