যুবকদের ইসলামি মূল্যবোধে ধাবিত করছে কাগতিয়া দরবার
গাউছুল আজম (রা.) প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার যুব সমাজকে ইসলামি সংস্কৃতি, সৎ জীবনযাপন ও মূল্যবোধের দিকে ধাবিত করছে। আধ্যাত্মিক চেতনা বিকাশের মাধ্যমে দেশ ও জাতিকে আদর্শ যুবসমাজ উপহার দেয়া এ দরবারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
শুক্রবার চট্টগ্রামের বালুচড়া বাজার চত্বরে এশায়াত মাহফিলে এ দরবার শরিফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী একথা বলেন।
এতে হাজারও নবিপ্রেমিক মুসলমানের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজের মাঝে ইসলামের আদর্শ ও নৈতিকতার বিকাশ ঘটাতে হবে। ইসলামের সব বিধি-নিষেধ মেনে চলতে হবে। এক্ষেত্রে গাউছুল আজমের (রা.) তরিক্বত অনন্য আধ্যাত্মিক সোপান হিসেবে কাজ করবে।
কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (র.) স্মরণে আয়োজিত এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২৬ নং ষোলশহর ও ১০৮ নং আমান বাজার শাখা শাখা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের এশায়াত সম্পাদক হযরতুলহাজ আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ ফোরকান প্রমুখ।
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন/জেডএ