দোয়া কবুলের একান্ত নিবেদন
আমাদের কতো-ই না চাওয়া-পাওয়া থাকে। আমরা কোনো কোনো চাওয়া-পাওয়ার বিষয় মানুষের কাছে প্রকাশ করি। কিন্তু আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে, আমাদের সকল প্রকার অভাব-অনটনসহ সকল প্রকার চাহিদা পূরণের একমাত্র শক্তি ও সামর্থ্য রাখেন সেই মহান সত্ত্বা, যিনি আমাদের সৃষ্টি করেছেন।
সুতরাং আমাদের সকল চাওয়া-পাওয়ার জন্য আমরা নিজেরা চেষ্টা করব আর আল্লাহর কাছে একান্ত নিবেদন করবো যাতে আল্লাহ আমাদের চাওয়া-পাওয়াকে বাস্তবে রূপদান করেন এবং কবুল করেন।
আল্লাহ বলেন-
রাব্বান-া তাক্বাববাল মিন্না- ইন্নাকা আনতাস সামি-য়্যুল আ’লি-মু। ওয়া তুব্ আ’লাইনা- ইন্নাকা আনতাত তাওয়্যা-বুর রাহি-মু।
অর্থ-
হে আল্লাহ আমাদের নিকট থেকে এই কাজ কবুল করুন। নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও সবজান্তা। আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয়ই তুমি তাওবা কবুলকারী ও পরম দয়ালূ। (সূরা বাক্বারাহ : আয়াত- ১২৭-২৮)
উৎস :
মুসলিম জাতির পিতা হযরত ইবরাহিম আলাইহিওয়াস সালাম ও স্বীয়পুত্র ইসমাঈল আলাইহিওয়াস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর পবিত্র কা’বা নির্মাণ শেষ করেন। তখন কা’বা ঘরের স্থায়িত্ব কামনা করে এবং কুফর, শিরক, দুশ্চরিত্রতা, হিংসা, লোভ-লালসা, কুপ্রবৃত্তি, অহংকার ইত্যাদি কলুষতা থেকে কা’বা গুহকে পবিত্র রাখার জন্য উভয়ে এই দু’আ করেছিলেন। সেই সঙ্গে তাদের এই ত্যাগ কাজকে কবুল করার নিবেদন করেছিলেন। তাদের এই কথাটি আল্লাহর পছন্দ হয়। যা পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কুরআনে কারীমে নাযিল করেন।
তাইতো আল্লাহ তাআলা আমাদের কর্মপ্রচেষ্টাকে কবুল করতে; তাঁদের দোয়ার বরকত লাভ করার তাওফিক দান করুন। আমীন, ছুম্মা আমীন
তথ্যসূত্র : তাফসীরে ইবনে কাছীর ও সহিহ বুখারী।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজীম ওয়া বিহামদিহি আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
জাগো নিউজ ২৪ ডটকমের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ দোয়া শিখে আমল করুন। কুরআন-হাদীস মোতাবেক আমলী জিন্দেগী যাপন করুন।
এইচএন/এমএস