১৭ রমজান : মনোবাসনা পূরণে যে দোয়া পড়বেন আজ


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১৩ জুন ২০১৭

মাগফেরাতের সপ্তম দিন ১৭ রমজান আজ। এ দশকে আল্লাহ তাআলা বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করবেন। ক্ষমার দশকে নিজের মনের একান্ত চাওয়া-পাওয়াগুলো পূরণে এবং প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবার পরিজনের জন্য রহমত কামনায় একটি দোয়া তুলে ধরা হলো-

Doa

বিজ্ঞাপন

উচ্চারণ : আল্লাহুম্মাহ-দিনি ফিহি লি-সালিহিল আ’মাল; ওয়া আক্বদি লি ফিহিল হাওয়া-ইঝা ওয়াল আ’মাল; ইয়া মান লা ইয়াহতাঝু ইলাত তাফসিরি ওয়াস সাওয়াল; ইয়া আ’লিমান বিমা ফি সুদুরিল আ’লামিন; সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহিত ত্বাহিরিন।

Vision

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত কর। (হে মহান সত্ত্বা) যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত দুনিয়ার রহস্যজ্ঞানী! হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ করুন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পরিশেষে...
আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে প্রত্যেক মুসলিম উম্মাহর মনের একান্ত চাওয়া-পাওয়াগুলোকে কবুল করুন। সর্বোপরি বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবার বর্গের ওপর রহমত করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।