রমজান ১৬ : জান্নাত লাভে যে দোয়া পড়বেন


প্রকাশিত: ০৪:২১ এএম, ১২ জুন ২০১৭

১৬ রমজান, মাগফেরাতের ৬ষ্ঠ দিন আজ। এ দশকে আল্লাহ তাআলা অনুশোচনাকারী বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করেন। তাই মাগফেরাতের আজকের দিনে মন্দ লোকদের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার পাশঅপাশি সৎ লোকের সংস্পর্শ লাভের কামনা এবং মুসলিম ‍উম্মাহর জন্য চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত লাভের একটি দোয়া তুলে ধরা হলো-

Doa

উচ্চারণ : আল্লাহুম্মা ওয়াফফিক্বনি ফিহি লি-মুয়াফিক্বাতিল আবরার; ওয়া ঝান্নিবনি ফিহি মুরাফিক্বাতিল আশরার; ওয়া আওইন্নি ফিহি বি-রাহমাতিকা ইলা দারিল ক্বারার; বি-ইলাহিয়্যাতিকা ইয়া ইলাহাল আ’লামিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার সৎ বান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার প্রভুত্বের (জাতের) শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেশতে স্থান দাও। হে জগতসমূহের প্রতিপালক।

Vision

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মাগফিরাতের দশকে সৎ লোকের সংস্পর্শে থেকে এবং অসৎ লোকের বন্ধুত্ব ত্যাগ করে মাওলার রহমতের ওসিলায় মাগফেরাত লাভ করে চিরস্থায়ী জান্নাত লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।