দ্বিতীয় রমজানের দোয়া


প্রকাশিত: ০২:৪২ এএম, ২৯ মে ২০১৭

রমজানের প্রথম দশক রহমতের। আজ রহমতের দশকের দ্বিতীয় দিন। মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার রহমত কামনায় ইবাদত-বন্দেগি, তাসবিহ-তাহলিল ও রোনাজারিতে ব্যস্ত। ধর্মপ্রাণ মুমিন মুসলমান আল্লাহর নৈকট্য অর্জনে কুরআন তেলাওয়াত, বিভিন্ন উসিলা ও দোয়া পাঠ করে থাকেন।

রোজাদার মুসলমানের জন্য রহমতের দ্বিতীয় দিনে আল্লাহর নৈকট্য অর্জনে একটি দোয়া তুলে ধরা হলো-

Doa

উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি- ফি-হি ইলা মারদা-তিক; ওয়া ঝাননিবনি- ফি-হি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মা-তিক; ওয়া ওয়াফফাক্বনি- ফি-হি লিক্বিরাআতি ইয়্যা-তিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রা-হিমি-ন।

Vision

অর্থ : ‘হে আল্লাহ! আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে নিন। দূরে সরিয়ে দিন আপনার ক্রোধ আর গজব থেকে । আমাকে আপনার পবিত্র কুরআন তিলাওয়াত করার তাওফিক দিন। হে দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান।

প্রথম রমজানের দোয়া

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর নৈকট্য অর্জনে কুরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিল আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।