কাবা শরীফ নির্মাণে ব্যবহৃত পাথরসমূহ


প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৫ মে ২০১৭

আল্লাহ তাআলা ঘোষিত নিরাপদ ও শান্তির সম্মিলনস্থল পবিত্র কাবা শরীফ। এ কাবা শরীফ সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। আবেগ ও অনুভূতির সর্বোচ্ছ স্থান। যে ঘর নির্মাণ করে হজরত ইবরাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম।

বর্ণনায় এসেছে, কাবা শরীফের নির্মাণ স্থান নির্ধারণে আল্লাহ তাআলা একটি মেঘখণ্ড পাঠান। মেঘখণ্ডটি পবিত্র কাবা শরীফ তৈরির স্থানের ওপর অবস্থান করে ছায়া দান করে।

হজরত ইবরাহিম আলাইহিস সালাম সে ছায়ার পরিমাণ জায়গায় পবিত্র কাবা নির্মাণ করেন। মুসলিম উম্মাহর ক্বেবলা এ কাবা শরীফ নির্মাণে যে সব পাহাড়ের পাথর ব্যবহার করেছেন; এ বিষয়ে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা রয়েছে। যা তুলে হলো-

Vision

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, ‘‌হজরত ইবরাহিম আলাইহিস সালাম পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে পবিত্র কাবা নির্মাণ করেছেন-
>> তুরে সাইনা; যে পাহাড়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন।
>> তুরে যীতা;
>> লুবনান (সিরিয়ার একটি পাহাড়);
>> জুদী (এটি আরব উপদ্বীপের একটি পাহাড়) এবং
>> হিরা পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করেন। হিরা মক্কার একটি পাহাড়।

এ পাহাড়ের পাথর দিয়ে পবিত্র কাবা নির্মাণ মহান আল্লাহ তাআলার মহান কুদরতের অপার নির্দশন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর কুদরত ও নির্দশন অবলোকন করে হেদায়াত লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।