রমজান ২০১৭-এর সাহরি ও ইফতারের সময়সূচি


প্রকাশিত: ০৫:০২ এএম, ২৩ মে ২০১৭

ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের ‘‌দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ’ গত ৩০ এপ্রিল ২০১৭ রোববার ১৪৩৮ হিজরির রমজানের রোজা শুরুর সম্ভাব্য তারিখ এবং সময়সূচি প্রকাশ করেছে। আরবি মাসের হিসাব অনুযায়ী শাবান মাস ২৯ দিন হলে আগামী ২৭ মে ২০১৭ শনিবার পালিত হবে প্রথম রমজান।

এখানে রমজান ১৪৩৮ হিজরির সাহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো-

Romjan-Chart

যদিও ইসলামিক ফাউন্ডেশন শাবান মাসকে পূর্ণ ৩০ দিন ধরে আগামী ২৮ মে ২০১৭ কে ০১ রমজান হিসেবে ধার্য করে ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত রমজানের সময়সূচি প্রকাশ করেছে।

উল্লেখিত চার্টে শুধুমাত্র ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যে সব এলাকায় সাহরি ও ইফতারের সময় বাড়াতে ও কমাতে হবে তারও একটি তথ্য দেয়া হলো-
Romjan-Chart
উল্লেখ্য যে, পবিত্র রমজানুল মুবারক শুরু হবে চাঁদ দেখার উপর নির্ভর করে। শাবান মাস ২৯ দিন হলে রমজানের রোজা শুরু হবে ২৭ মে শুক্রবার দিবাগত রাত সাহরি খাওয়ার মাধ্যমে। আর শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ২৮ মে শনিবার দিবাগত রাতে সাহরি খাওয়ারে মাধ্যমে রমজানের রোজা শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত রমজান ২০১৭-এর সময়সূচি

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।