বেলগ্রেড ম্যারাথনের ইতিহাসে প্রথম হিজাবি নারী নাজমিয়া সুফতাজ


প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৭ মে ২০১৭

বিশ্বের ৫০টি দেশের ৫ হাজারের বেশি প্রতিযোগি সার্ভিসকা প্রজাতন্ত্রের প্রাণকেন্দ্র ব্যানিলোকায় অনুষ্ঠিত ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এ ম্যারাথনের ইতিহাসে এবারই প্রথম হিজাব পরিধান করে ট্র্যাকে নেমেছেন বসনিয়া-হার্জেগোভিনার প্রতিনিধি নাজমিয়া সুফতাজ।

ম্যারাথন প্রতিযোগিতায় বসনিয়া ও হার্জেগোভিনার পতাকা নিয়ে হিজাব পরিধান করে অংশগ্রহণ করায় নাজমিয়া সুফতাজ সবার নজর কেড়েছেন।

নাজমিয়া সুফতাজ বর্তমানে বলকান দ্বীপে কর্মরত আছেন। উচ্চ শিক্ষিত নাজমিয়া সুফতাজ ‘ইন ইডান’ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বেলগ্রেড ম্যারাথনের ইতিহাসে আমিই সর্বপ্রথম হিজাব পরিধান করে অংশগ্রহণ করি।’

নাজমিয়া সুফতাজ এর আগেও বেলগ্রেড ম্যারাথনে অংশ গ্রহণ করেছিল। তবে এবারের প্রতিযোগিতায় নাজমিয়া সুফতাজ বসনিয়া ও হার্জেগোভিনার পতাকা বহন করার কারণে দর্শকগণ তাকে উৎসাহিত করেছে।

১৯৯২ সালের মার্চ মাসের সাবেক যুগোস্লাভিয়া হতে পৃথক হয়ে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় বসনিয়া ও হার্জেগোভিনা।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।