মালয়েশিয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৬ মে ২০১৭

গতকাল (১৫ মে ২০১৭) সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যথাযাযোগ্য ব্যবস্থাপনায় বিশ্বের ২৪টি দেশের ৬৪ জন হাফেজ ও ক্বারি প্রতিনিধির অংশ গ্রহণে ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধনের পর ক্বেরাত বিভাগের প্রতিযোগি মিশরের প্রতিনিধি তাহা ইজ্জাত বাসিউনি আওয়াজ ইবরাহিম-এর অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়।

রাজধানী কুয়ালালামপুরের পিডব্লিউটিসি (PWTC) মিলনায়তনে স্থানীয় সময় ২০টা (৮ টা) এবং বাংলাদেশী সময় ১৮টায় (সন্ধ্যা ৬ টা) আয়োজনকারী ও সে দেশের কর্মকর্তাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু করা হয়।

এবারের ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২৪টি দেশ ক্বেরাত বিভাগে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী ক্বারি অংশগ্রহণ করেছেন। আর হেফজ বিভাগে ২০ জন পুরুষ এবং ১০ জন নারী হাফেজ অংশগ্রহণ করেছেন।

কুরআনের আন্তর্জাতিক এ প্রতিযোগিতা আগামী (২০ মে ২০১৭) শনিবার শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে সব বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বিশ্ব মুসলিমের অংশ গ্রহণে আন্তর্জাতিক মানের এ ধরনের প্রতিযোগিতা কুরআনের ব্যাপক প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।