শবে বরাতে কাগতিয়া দরবার শরীফে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১২ মে ২০১৭

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় ৬৪তম পবিত্র শবে বরাত পালিত হয়েছে।

পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল।

মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।

ইবাদতকারী বান্দাদের জন্য শবে বরাত উল্লেখ্য করে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ তা’আলার নৈকট্য লাভের আশায় যারা ইবাদত রিয়াজত করতে চায় তাদের জন্য শবে বরাত। হাদিছ শরীফে প্রমাণিত যে, রাসূলুল্লাহ (দঃ) নিজেও এ রাতে ইবাদত করতেন। প্রিয় নবীজি (দঃ) ইরশাদ করেছেন, এ রাতে আল্লাহ তা’আলা ক্ষমার দ্বার উম্মুক্ত করে দেন, শুধু মুশরিক ও হিংসুকরাই বঞ্চিত থাকে। হযরত সায়্যিদাহ আয়িশা ছিদ্দিকা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (দঃ) রমজান ব্যতিত বাকী ১১ মাসের মধ্যে শাবান মাসে যত রোজা পালন করতে দেখেছি অন্য কোন মাসে এত বেশি রোজা পালন করতে দেখিনি। আর এ শাবানের মধ্যবর্তী রাতই শবে বরাত।

তিনি আরও বলেন, ৬৪ বছর যাবৎ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পালন হয়ে আসছে শবে বরাত মাহফিল। জিকির-আজকার, দুআ-দরূদ, কোরআন তেলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে সাজানো এ মাহফিল প্রবর্তণ করেন খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)। তাঁর দেখানো পথে এসে আজ হাজার হাজার যুবক ফরজ, ওয়াজিব ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে নিজেদেরকে সম্পৃক্ত করে কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গড়ছে। একদিকে তারা আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হচ্ছে অন্য দিকে সুন্নাতে নববী (দঃ) এর দিকে ধাবিত হচ্ছে। এছাড়া আত্মশুদ্ধি লাভ, নবীপ্রেম অর্জন এবং ইসলামি জিন্দেগী গড়ার ক্ষেত্রে বর্তমানে এ দরবার মুসলিম জাতির জন্য অনন্য অবদান রেখে যাচ্ছে। তিনি হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র জীবনাদর্শ অনুসরণ করার উদাত্ত আহ্বান জানান।

পবিত্র শবে বরাত উপলক্ষে দিন-রাতব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাদে জোহর: হযরত গাউছুল আজম (রা:) এর রওজা পাক জিয়ারত, খতমে কোরআন ও শবে বরাত শীর্ষক আলোচনা, বাদে আছর: তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, বাদে মাগরিব :সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্র মাধ্যমে রাসুল (দঃ) এর বাতেনী নূর বিতরণ, জিকিরে গাউছুল আজম মোর্শেদী এবং বাদে এশা: মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর তকরির মোবারক, হযরত গাউছুল আজম (রা:) এর রওজা পাক জিয়ারত, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানফী, সচিব আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান প্রমুখ।

মিলাদ-কিয়াম শেষে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।