‘সামোয়ান’ ভাষী ১৩০ জন মুসলিমের জন্য কুরআনের পাণ্ডুলিপি বিতরণ


প্রকাশিত: ০৭:২২ এএম, ০৭ মে ২০১৭

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় (ওশেনীয়) অঞ্চলের স্বাধীন দ্বীপরাষ্ট্র ‘সামোয়া’।  উইকেপিডিয়ার তথ্য মতে, এ দ্বীপ রাষ্ট্রটি নিউজিল্যান্ড থেকে ২৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সামোয়ান ভাষা-ভাষীদের জন্য তাদের নিজস্ব ‘সামোয়ান’ ভাষায় অনুবাদ করা হয়েছে পবিত্র কুরআনুল কারিম।

‘সামোয়ান’ ভাষাভাষি মানুষের সুবিধার্থে তুরস্কের একটি ধর্মীয় সংগঠন ‘কুরআন আমার পুরস্কার’ শিরোনামে এক প্রকল্পের মাধ্যমে সামোয়ান ভাষায় পবিত্র কুরআনের ২ হাজার পাণ্ডুলিপি অনুবাদ ও প্রিন্ট করে তাদের মাঝে বিতরণ করেছে।

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামোয়া’র প্রায় ২ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র ১৩০জন মুসলিম অধিবাসী রয়েছে। যাদের দ্বারা ‘সামোয়ান’ ভাষায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপি তৈরি করা অনেক কষ্টসাধ্য।

এ ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কুরআন অনুবাদের এ প্রকল্প গ্রহণ করা ছিল অনেক জরুরি। তুরস্কের ধর্মীয় সংগঠন  কর্তৃক পবিত্র কুরআনের এ পাণ্ডুলিপি চূড়ান্ত পর্যালোচনা ও মূল্যায়ন পূর্বক প্রিন্ট করে জাহাজযোগে সামোয়া প্রজাতন্ত্রে পাঠানো হয়েছে এবং এ পাণ্ডুলিপি সে দেশের সংখ্যালঘু মুসলিম জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।