কক্সবাজারের টেকনাফে কুরআন প্রতিযোগিতা ২০১৭


প্রকাশিত: ১১:০১ এএম, ২২ এপ্রিল ২০১৭

হাফেজে কুরআনদের প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিকাশের লক্ষ্যে ‘কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ শিরোনামে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ছাত্রদের নিয়ে ‘শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা টেকনাফের অত্যাধুনিক শপিংমল ‘আলো কমিউনিটি পার্ক’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো আগামী ৫ রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত ১০ দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টেকনাফের হাফেজে কুরআনদের মেধা বিকাশে অবদান রাখতে আয়োজকরা টেকনাফ ও উখিয়া থানার হাফেজে কুরআনদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি
>> প্রতিযোগীকে অবশ্যই উখিয়া-টেকনাফ উপজেলার নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।

>> প্রত্যেক মাদ্রাসা থেকে সর্বোচ্চ দুজন করে শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।

>> যেসব হেফজ প্রতিষ্ঠানের হেফজ বিভাগে তিন বা তিনের অধিক শিক্ষক থাকবেন; ওই প্রতিষ্ঠান থেকে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।

>> প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ১৫ বৎসর। এর বেশি প্রমাণিত হলে অংশগ্রহণের সুযোগ থাকবে না।

>> পবিত্র কুরআন মজিদের প্রথম ১৫ পারা।

>> আগামী ২৫ শাবান ১৪৩৮ হিজরির মধ্যে প্রতিযোগীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবিসহ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল সম্বলিত নির্দিষ্ট ফরম পূরণ করে নিম্নে ঠিকানায় জমা দিতে হবে।

>> প্রত্যেক প্রতিযোগীকে ১ থেকে ৩ রমজানের মধ্যে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

>> অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই জুব্বা ও পাগড়ি পরিধান করে আসতে হবে।

>> ১ম পর্ব ৫ম রমজান সকাল ১০টা হতে শুরু হবে, এতে সব প্রতিযোগীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

>> ২য় পর্ব প্রতিদিন বিকাল বেলা ২টা হতে শুরু হয়ে ইফতারের পূর্ব পর্যন্ত চলবে।

>> প্রতিযোগিতা শুরুর ১ ঘণ্টা পূর্বে প্রতিযোগীকে অবশ্যই অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে।

>> প্রতিযোগিতা পর্ব অনুসারে পরিচালিত হবে। ১ম পর্ব, ২য় পর্ব ও ফাইনাল পর্ব।

>> বাছাইকৃত সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।

প্রযোগিতার সুবিধাসমূহ
>> ১ম স্থান অর্জনকারী সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ ৫০ হাজার টাকা, সনদপত্র ও উপহার।

>> ২য় স্থান অর্জনকারী সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ ৩০ হাজার টাকা, সনদপত্র ও উপহার।

>> ৩য় স্থান অর্জনকারী সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ ২০ হাজার টাকা, সনদপত্র ও উপহার।

>> ২য় পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের জন্য রয়েছে নগদ টাকা, সনদপত্র ও উপহার।

>> বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের সম্মানিত শিক্ষকদের জন্য রয়েছে উপযুক্ত সম্মানী ও উপহার।

>> হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠানকেই সম্মাননা প্রদান করা হবে।

>> হিফজুল কুরআন প্রতিযোগিতা স্থানীয় ক্যাপল অপারেটরদের মাধ্যমে টেকনাফ উখিয়ায় সম্প্রচার করা হবে।

>> কৃতী হাফেজদের আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে যথাযথ সহযোগিতা করা হবে।

>> উপজেলার সদর থেকে দূরবর্তী কোনো প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীদের থাকার সুব্যবস্থা থাকবে। (প্রয়োজনে)

তবে কোনো প্রতিযোগীকেই যাতায়াত ও খাওয়া-দাওয়ার খরচ দেয়া হবে না। প্রতিযোগীকে তা সম্পূর্ণ নিজ খরচে বহন করতে হবে।

যোগাযোগের ঠিকানা
শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, শহীদ আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স (২য় তলা), টেকনাফ পৌরসভা, কক্সবাজার। মোবাইল : ০১৭৮৭-৬৫২৬২৯; ০১৮১৮-১২৫৫৩৮; ০১৮৮১-০১৮০৭২; ০১৮১৩-৭১৫৮৮৩।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।