আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪ বাংলাদেশির ইরান গমন
ইরানের রাজধানী তেহরানে ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ (১৯ এপ্রিল)। হেফজ, ক্বেরাত, নারী ও দৃষ্টিপ্রতিবন্ধী গ্রুপের চার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গতকাল (১৮ এপ্রিল) ইরান গেছেন দৃষ্টিপ্রতিবন্ধী বিভাগে হাফেজ আব্দুল করিম (১৮), হেফজ বিভাগে হাফেজ মুজাহিদুল ইসলাম (১৯), ক্বেরাত বিভাগে কারি আবু সালেহ মো. মুসা (৩৫) এবং নারী বিভাগে কারি মাহমুদা।
বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধি ইরানের আন্তর্জাতিক হেফজ এবং ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আর ২৩ দেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (১৯ এপ্রিল) শুরু হচ্ছে এ প্রতিযোগিতা। বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশ এতে অংশগ্রহণ করে। আগামী ২৬ এপ্রিল এ প্রতিযোগিতা শেষ হবে।
কুরআনুল কারিমের ৩০ পারা প্রতিযোগিতায় হেফজ ও ক্বেরাত বিভাগে নারী, পুরুষ এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে রয়েছে আলাদা আলাদা গ্রুপ।
বিশ্বব্যাপী কুরআনের প্রচার-প্রসার এবং কুরআনের চর্চা বৃদ্ধির লক্ষ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয় ১৯৮১ সাল থেকে আন্তর্জাতিক মানের এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
প্রতিযোগিদের মনোবল বৃদ্ধি এবং সম্মানে প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ ও সনদ বিতরণ করা হবে।
গত বছর (২০১৬ সাল) থেকে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের (অন্ধ) নিয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গত বছর থেকে দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের প্রতিনিধিগণ এ বিভাগে অংশগ্রহণ করেন।
আগামী ২৭ এপ্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্ধ হাফেজ ও কারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত প্রতিযোগিতায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র অন্ধ হাফেজ তানভির ৪র্থ স্থান লাভ করে।
এবারের দৃষ্টিপ্রতিবন্ধী বিভাগেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ও কারী নেছার আহমদ নাছিরির ছাত্র অন্ধ হাফেজ আব্দুল করিম এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বরিশালের মুজাহিদ, ময়মনসিংহের কারি আবু সালেহ মো. মুসা, ঢাকার মাহমুদাসহ কুমিল্লার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আব্দুল করিমের জন্য দেশের সুনাম অর্জনে রইলো শুভ কামনা।
এমএমএস/পিআর