আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায় যাচ্ছে ঢাবির আরবি বিভাগ


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৫ এপ্রিল ২০১৭

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতা। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ৮৬টি গ্রুপ এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।

এবারই প্রথমবারের মতো প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ৪ সদস্যের এক প্রতিনিধি দল এ আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলো- আবদুল্লাহ মাহমুদ নজীব (২য় বর্ষ), আখতার হোসাইন (৩য় বর্ষ), ফাহিম বিল্লাহ (৩য় বর্ষ) এবং আব্দুল্লাহ বিন আকিল (২য় বর্ষ)।

আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আগামীকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) কাতারের উদ্দেশ্যে যাত্রা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এ ৪ শিক্ষার্থী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক মো. আবদুল কাদির, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন প্রমুখ।

কাতারের রাজধানী দোহায় আগামী ৭-১২ এপ্রিল পর্যন্ত এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগীদের সাফল্য কামনা করেছেন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।