মেঘ দেখলে যে দোয়া পড়বেন


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

রাত ও দিনের আবর্তন, শীত ও গরমের আগমন, মেঘ-বৃষ্টি, ঠান্ডা-তুষারপাতসহ দুনিয়ার সব কিছুই আল্লাহ তাআলা বান্দার কল্যাণে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে প্রত্যেক জিনিসের কল্যাণ-অকল্যাণ ইত্যাদি বিষয় বান্দাকে জানিয়ে দিয়েছেন।

আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণের মাধ্যমে জমিনে বান্দার রিজিকের ফয়সালা করে থাকেন। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, কল্যাণের পাশাপাশি মেঘের মধ্যেও অকল্যাণ রয়েছে। তাই আকাশে মেঘ দেখা গেলে তা যেন বান্দার কল্যাণে আসে এবং সব অকল্যাণ থেকে মানুষ মুক্তি পায়, সে দোয়া করা মানুষের জন্য জরুরি।

মেঘ দেখলে পড়ার বিশ্বনবির শিখানো দোয়াটি হলো-

Doa

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন সারির মা ফিহি (বুখারি)
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, এ মেঘের মধ্যে যে অনিষ্ট রয়েছে তার থেকে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মেঘের যাবতীয় অকল্যাণ থেকে মুক্তি দান করুন। মেঘের মাধ্যমে বান্দার রিজিকে বরকত দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।