পবিত্র মক্কার মসজিদে হারামে মোবাইল চার্জের সুবিধা


প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৪ মার্চ ২০১৭

পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে সারা বিশ্ব থেকে আগত সব হজ, ওমরা পালনকারী দর্শণার্থীদের জন্য বিনামূল্যে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে। যা বাইতুল্লায় আগত ইবাদতকারীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ।

মসজিদে হারাম এলাকায় একটি পিলার মোবাইল চার্জের জন্য একটি বোর্ড তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি বোর্ডে এক সঙ্গে ৮টি মোবাইল চার্জ দেয়া যাবে।

charge

বর্তমান সময়ে মোবাইলের মধ্যে কুরআন হাদিসসহ ইসলামি অনেক অ্যাপস রয়েছে। যেগুলো পড়তে মোবাইল ব্যবহার করতে হয়।

বিশেষ করে কুরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, হজ ও ওমরা বিষয়ক মাসআলা ও দোয়ার অ্যাপসগুলো পড়তে মোবাইলের ব্যাপক ব্যবহার হয়। এসব ক্ষেত্রে মোবাইলের চার্জ থাকা আবশ্যক।

তাছাড়া যোগাযোগের জন্যও মোবাইলের প্রয়োজনীয়তা অনেক। এ সব কারণে মসজিদুল হারাম কর্তৃপক্ষ তার দর্শনার্থীদের কথা বিবেচনা করে বাইতুল্লাহ প্রাঙ্গণে মোবাইলের চার্জার বোর্ড স্থাপন করেছেন।

মোবাইল চার্জের বোর্ড স্থাপনের কারণে ইবাদত পালনকারী ও হজ-ওমরা দর্শনার্থীরা বিশেষ সুবিধা পাবে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।