আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৪ ক্ষুদে কারির কাতার গমন


প্রকাশিত: ০৭:৩০ এএম, ০১ মার্চ ২০১৭

আগামী পবিত্র রমজান মাসে প্রচারের লক্ষ্যে নির্মিত রিয়েলিটি শো’তে অংশ নিতে গতকাল ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ৪ ক্ষুদে কারি কাতারে গমন করেছেন। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল জীম টিভির (jeem tv) এ রিয়েলিটি শো’র আয়োজন করেছে।

জীম টিভির ব্যাপক জনপ্রিয় এই কেরাত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৫১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করতে এখন কাতারে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের অনলাইনের মাধ্যমে বাছাই করা হয়েছে।

বাংলাদেশ থেকে নির্বাচিত ৪ প্রতিযোগি হলেন-
>> রাজধানীর যাত্রাবাড়ী তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র মুন্সিগঞ্জের হাফেজ মুহাম্মদ মাহমুদুল হাসান;
>> তানজিমুল উম্মাহ মাদরাসার ছাত্র চাঁদপুরের ইয়াকুব হোসাইন তাজ;
>> ওয়ারী সাউদা বিনতে জামআহ আন্তর্জাতিক বালিকা মাদরাসার ছাত্রী বরিশালের হাফেজ তাফরিহা বিনতে তাবারক এবং
>> যাত্রাবাড়ী তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ছাত্র ঢাকার হাফেজ মুহাম্মদ ওসামা বিন নজরুল।

আজ ০১ মার্চ (বুধবার) প্রতিযোগিতা শুরু হবে। আগামী ৬ তারিখ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। কিশোরদের নিয়ে অনুষ্ঠিত এ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো’ অনুষ্ঠানটি আগামী পবিত্র রমজান মাসে জীম টিভি ধারবাহিকভাবে তাদের চ্যানেলে সম্প্রচার করবে। প্রতিযোগিতার শেষ দিন আগামী ৬ মার্চ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।