জর্ডানে কুরআন প্রতিযোগিতায় যাচ্ছেন হাফেজ ফারহান ও আবিদা সুলতানা


প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

জর্ডানের রাজধানীয় আম্মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ছেলে গ্রুপে হাফেজ ফারহান হাবিব এবং মেয়ে গ্রুপে হাফেজ আবিদা সুলতানা লিমা।

গত ২০ ফেব্রুয়ারি সোমবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভা কক্ষে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আগামী ২৯ মার্চ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি জর্ডানের রাজধানী আম্মানের অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

হাফেজ ফারহান হাবিব কারী নেছার আহমাদ আন-নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

আর হাফেজ আবিদা সুলতানা লিমা কারি সালামাত উল্লাহ পরিচালিত মারকাজুল হাফেজা ইন্টারন্যাশনাল হিফজ মহিলা মাদরাসার ছাত্রী।

উল্লেখ্য যে, গত বছর এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সোলায়মান।  ভোলায় জন্ম নেয়া হাফেজ সোলায়মান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনে।

মাদরাসার শিক্ষক ও তাদের অভিভাবকরা হাফেজ ফারহান হাবিব ও আবিদা সুলতানা লিমার সর্বাঙ্গীন সফলতায় সবার নিকট দোয়ার প্রত্যাশী।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।