১১৩৯ বছরের পুরনো কুফি বর্ণমালার কুরআন


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারের অন্তর্গত আহলে বাইতের ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিলের তথ্য মতে কুরআনুল কারিমের সুপ্রাচীন কুফি বর্ণমালায় লিখিত কুরআন শরিফ পাওয়া গেছে।

২৯৯ হিজরি সনে লিখিত কুফি বর্ণমালার কুরআনের এ কপিটি ইরাকের কারবালার আহলে বাইতের ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিলে রক্ষিত অন্যান্য প্রাচীন কুরআনের কপির সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।

কাউন্সিলের প্রধান নির্বাহী মুশতাক আল-মুজাফফর জানান, ‘এই কাউন্সিলে যে সব কুরআন রয়েছে, তার মধ্যে এ কপিটিই সবচেয়ে সুপ্রাচীন কুরআন।’ কুফি বর্ণমালায় লিখিত কুরআনের সুপ্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিরি একটি অংশ তুলে ধরা হলো-

Quran

২৯৯ হিজরি সনে লিখিত ১১৩৯ বছরে পুরনো কুরআন শরিফটি কুফি বর্ণমালা হস্তলিখিত কুরআন শরিফ। হস্তলিখিত এ সুপ্রাচীন কুরআনের কপিটি অন্য সব কুরআনের প্রাচীন কপির সঙ্গে সংরক্ষিত করা হয়েছে।

তথ্য মতে, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাজারে এবং আহলে বাইতের ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিলে পবিত্র কুরআনুল কারিমে হস্তলিখিত প্রাচীন ২০ খণ্ড পাণ্ডুলিপি রয়েছে।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।