দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ আব্দুল করিমসহ ৪ প্রতিনিধি নির্বাচিত


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

ইরানে আগামী ১৯ এপ্রিল ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হবে। বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কুরআনের এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হিফজ বিভাগে হাফেজ মুজাহিদুল ইসলাম (১৯), কেরাত বিভাগে কারি আবু সালেহ মো. মুসা (৩৫), নারী গ্রুপে কারি মাহমুদা ও দৃষ্টিপ্রতিবন্ধী বিভাগে হাফেজ আবদুল করিম (১৮)।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ এপ্রিল শুরু হবে এ প্রতিযোগিতা। বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশ অংশগ্রহণ করবে।

কুরআনুল কারিমের ৩০ পারা প্রতিযোগিতায় হিফজ ও কিরাত বিভাগে নারী, পুরুষ এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে থাকবে আলাদা আলাদা গ্রুপ।

ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বাংলাদেশি প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতা আগামী ১৯ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয় ১৯৮১ সাল থেকে কুরআনের আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

২০১৬ সালে থেকে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের (অন্ধ)  নিয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গত বছর থেকে দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের প্রতিনিধিগণ এ বিভাগে অংশগ্রহণ করেন।

বিশ্বব্যাপী কুরআনের প্রচার-প্রসার এবং কুরআনের চর্চা বৃদ্ধিই এ প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ ও সনদ বিতরণ করা হবে।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বরিশালের মুজাহিদ, ময়মনসিংহের কারি আবু সালেহ মো. মুসা, ঢাকার মাহমুদসহ কুমিল্লার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আব্দুল করিমের জন্য দেশের সুনাম অর্জনে রইলো শুভ কামনা।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।