আগুনে পোড়া মৃতব্যক্তির গোসলের বিধান
মানুষের মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব মৃতব্যক্তিকে গোসল দেয়া। মৃত ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক তাকে গোসল দিতে হবে। গোসল দেয়ার সময় গোসলদাতা ও তাকে সাহায্যকারী ব্যক্তি ব্যতীত আর কারো উপস্থিত থাকা মাকরূহ।
কোনো মানুষ যদি আগুনে পুড়ে মারা যায়; তাকেও গোসল দিতে হবে। এ ক্ষেত্রে গোসলের বিধান হলো-
>> যদি মুসলিম ও অমুসলিম একত্রে আগুড়ে পুড়ে মারা যায় এবং পার্থক্য করা সম্ভব না হয়, তবে তাদের মধ্যে যারা মুসলিম তাদের উদ্দেশ্যে সবাইকে গোসল, কাফন ও জানাজা করে দাফন করা।
>> আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তির শরীর যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং গোসল দেয়া সম্ভব না হয়; কিংবা পানি না থাকে তাহলে গোসল, ওজু ও তায়াম্মুম ছাড়াই কাফন পরিয়ে তার জানাজা পড়তে হবে।
>> আগুনে পোড়া ব্যক্তির শরীরের কিছু অংশ; যেমন- হাত, পা বা দেহের অন্য কোনো অঙ্গও যদি পাওয়া যায় তবে ওই সব অঙ্গের ওপর জানাজা পড়া যাবে। যদি দেহের বাকি অংশ পাওয়া অসম্ভব হয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর বিধি-বিধান পালন করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম