দ্বিগুণ সাওয়াব লাভ করবেন যারা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

দুনিয়া একটি পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষকে এ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। মানুষকে তিনি সুখ-দুঃখ, আনন্দ-ব্যথা, আরাম-ব্যারাম, রোগ-ব্যাধি ইত্যাদি দিয়ে পরীক্ষা করে থাকেন।

যারা অসুখ-বিসুখ তথা বিপদাপদের সময় অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে দ্বিগুণ সাওয়াব দান করেন। এ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
Hadith
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রবেশ করলাম, তখন তিনি অসুস্থ ছিলেন। আমি তাঁর শরীরে হাত দিয়ে বললাম, হে আল্লাহর রাসুল! আপনার শরীরে অত্যন্ত জ্বর। তিনি বললেন: হ্যাঁ, তোমাদের দু’জনের সমান জ্বরে পতিত হয়েছি।

বর্ণনাকারী বলেন, আমি বললাম- তাহলে এতে আপনার দ্বিগুণ ছাওয়াব অর্থাৎ প্রতিদান। তিনি বললেন: হ্যাঁ। (বুখারি ও মুসলিম)

হাদিসের ওপর আমল করে যারা বিপদাপদ তথা সব ধরনের অসুখ-বিসুখে ধৈর্য ধারণ করবে; তাদের জন্য দুটি উপকার। একটি হলো সুন্নাতের ওপর আমল করা। অন্যটি হলো দ্বিগুণ সাওয়াব লাভ করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অসুস্থতাসহ সব ধরনের বিপদাপদে ধৈর্য ধারণ করে হাদিসের ওপর আমল করার এবং দিগুণ সাওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।