কুরআন ও ধর্মীয়গ্রন্থ আমদানিতে আলজেরিয়ায় নতুন আইন


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

সম্প্রতি আলজেরিয়ায় কুরআনুল কারিমের নতুন পাণ্ডুলিপি ও ধর্মীয় গ্রন্থ আমদানিতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। দেশটির ধর্মমন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ধর্মীয় বই এবং কুরআনের নতুন পাণ্ডুলিপি আমদানি বা ছাপানো যাবে না। খবর ইকনা।

আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদুল মালেক সিলাল কর্তৃক প্রণয়নকৃত আইনে দেশটির কোনো আমদানিকারকই ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ইসলামি বই এবং কুরআনের পাণ্ডুলিপি আমদানি করতে পারবে না।

নতুন জারিকৃত আইন অনুযায়ী ইসলামি বই এবং কুরআনের নতুন পাণ্ডুলিপি আমদানি বা ছাপানোর আগে ধর্ম মন্ত্রণালয়ের নিকট সেই পাণ্ডুলিপি ও বই জমা দিতে হবে।

এ সব বই বা পাণ্ডুলিপি যাচাই-বাচাই-পর্যালোচনার পর যদি দেশের ধর্মীয় ঐক্যের পরিপন্থী না হয় তবে সে সব বই এবং পাণ্ডুলিপি আমদানি বা প্রিন্ট করতে কোনো বাঁধা নেই এবং তা আমদানি বা প্রিন্ট করতে অনুমতে দেয়া হবে।

যাচাই ও পর্যালোচনা জন্য ধর্মমন্ত্রণালয়ে ধর্ম বিষয়ক পঠন কমিটি রয়েছে। যারা এ সব বই বা পাণ্ডুলিপি যাচাই সাপেক্ষে অনুমোদন দেবে অথবা প্রত্যাখ্যান করবে।

যারা এ আইন অমান্য করবে তাদের লাইসেন্স বাতিল করার হবে বলেও জানান তারা।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।