বৃষ্টির জন্য কাবা শরিফে নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত (ভিডিও)


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি শায়খ আবদুর রহমান আস-সুদাইসির ইমামতিতে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষ হয় সকাল ৭টা ৫০ মিনিটে। নামাজের পর হেদায়েতি বয়ান ও মোনাজাত প্রদান করেন তিনি। নামাজ, হেদায়েতি বক্তব্য ও দোয়া-মোনাজাতের ভিডিওসহ তুলে ধরা হলো-

১০ মিনিটব্যাপী নামাজের সময় ইমাম আবদুর রহমান আস-সুদাইসি আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন তিনি।

আজ বৃহস্পতিবারের (২৬ জানুয়ারির) আবেগঘন ইসতেস্কার নামাজের ভিডিও দেখুন -


সৌদি আরবে দুই পবিত্র মসজিদের প্রধান এবং দেশের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদ বৃষ্টির জন্য দেশব্যাপী সব মসজিদে ইসতেস্কার নামাজ পড়তে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সবাইকে আহ্বান জানিয়েছেন।

নামাজের পরপর বিশ্বনন্দিত আলেমেদ্বীন গ্র্যান্ড মুফতি শায়খ আবদুর রহমান সুদাইসি এক আবেগঘন বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি আল্লাহ উচ্চ প্রশংসা এবং বিশ্বনবির প্রতি দরুদ ও সালাম-পূর্বক এক হেদায়েতি বক্তব্য প্রদান করেন। বক্তব্যের পর তিনি কাবা শরিফ চত্বরে এক দীর্ঘ মোনাজাত দেন।

মোনাজাতের পূর্বে তিনি মানুষকে গোনাহ পরিত্যাগ করে আল্লাহকে ভয় করার তাগিদ দেন। আল্লাহ তাআলার রহমত বৃষ্টির জন্য তিনি আল্লাহ হুকুম-আহকাম পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দান-অনুদান, জাকাত, গোনাহ ত্যাগ ইত্যাদির ব্যাপারে আহ্বান জানান।

বাইতুল্লাহ চত্বরে তিনি বার বার বলেন, ‘আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই! আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা সব মুশকিল ও বিপদাপদ থেকে হেফাজত চাই।

পবিত্র কাবা শরিফের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে বক্তব্য প্রদান শুরু করেন তিনি। সকাল ৮টার দিকে তিনি তাঁর বক্তব্যে বার বার বলতে থাকেন, হে আল্লাহ! আপনি বৃষ্টি দান করেন। হে আল্লাহ! আপনি বৃষ্টি দান করেন। হে আল্লাহ! আপনি বৃষ্টি দান করেন।

সকাল ৮টা ৩ মিনিটে বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও রহমত কামনায় এবং গোনাহ মাফে মোনাজাত শুরু করেন। সকাল ৮টা ১২ মিনিটে মোনাজাত শেষ করেন।

নামাজ-পরবর্তী বক্তব্য ও দোয়া-মোনাজাতের ভিডিও দেখুন-


উল্লেখ্য, পবিত্র কাবা শরিফে গত ১০ নভেম্বর ২০১৬ সৌদি প্রধান আলেম ও রাষ্ট্রীয় অতিথিদের উপস্থিতিতে ইসতেস্কার নামাজ আদায় করা হয়েছিল।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।