কারী নাজমুল হাসান ও হাফেজ ত্বকী বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২১ জানুয়ারি ২০১৭

আগামী ১২ এপ্রিল ‘কুয়েত অ্যাওয়ার্ড’ নামে পরিচিত ৮ম আন্তর্জাতিক কুরআন হিফজ (৩০ পারা) এবং কেরাত প্রতিযোগিতা কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে। কুয়েতের আমীর প্রতিযোগিতার উদ্বোধন করবেন। কুয়েত আওকাফ মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৬৫ দেশের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করবে। যা ১৯ এপ্রিল শেষ হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী নাজমুল হাসান কিরাত গ্রুপে এবং হাফেজ মো. সাইফুর রহমান ত্বকী ৩০ পারা হিফজ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় তারা উত্তীর্ণ হন।

হিফজুল কুরআন গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ মো. সাইফুর রহমান ত্বকী রাজধানীর যাত্রবাড়ি মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামের হাফেজ মো. বদরুল আলমের ছেলে। সে ইতিপূর্বে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী।

ক্বিরাত গ্রুপের প্রতিনিধি হাফেজ কারী নাজমুল হাসান যাত্রাবাড়ি তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশের সুনাম অর্জনে অবদান রেখেছেন।

কারী নাজমুল হাসান ও হাফেজ সাইফুর রহমান ত্বকীর কুয়েত সফরের সফলতায় রইলো শুভ কামনা।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।