ধন-সম্পদ রক্ষা ও নেতৃত্ব লাভের আমল


প্রকাশিত: ০৫:৩২ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়াও এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম (اَلْحَلِيْمُ) ‘আল-হালিমু’।

(اَلْحَلِيْمُ) ‘আল-হালিমু’-এর অর্থ হলো- ‘অত্যন্ত ধৈর্যশীল অর্থাৎ ‍যিনি বান্দার পাপের শাস্তির ব্যাপারে জলদি করেন না। বরং তারা যেন তাওবা করে, সে জন্য তাদেরকে ঢিল দিয়ে থাকেন।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْحَلِيْمُ) ‘আল-হালিমু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal

উচ্চারণ : ‘আল-হালিমু’
 অর্থ : ‘অত্যন্ত ধৈর্যশীল।’
আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْخَبِيْرُ)-এর আমল

ফজিলত    
>> যে ধনী ও নেতৃস্থানীয় ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْحَلِيْمُ) ‘আল-হালিমু’-এর জিকিরের আমল নিয়মিত করে, ওই ব্যক্তি ধন-সম্পদ ক্ষতি হওয়া থেকে রক্ষা পায় ও নেতৃত্ব স্থায়ী হয়।

>> যারা আল্লাহ তাআলার গুণবাচক (اَلْحَلِيْمُ) ‘আল-হালিমু’ মোবারক নামটি কাগজে লিখে পানিতে ধুয়ে নেয় এবং সে পানি ক্ষেত-খামারে ছিটিয়ে দেয় অথবা গাছের গোড়ায় ঢেলে দেয় তবে ক্ষেত-খামারের ফসল এবং গাছের ফল নিরাপদ থাকে। তাতে বরকত হয় এবং পরিপূর্ণ ফল অর্জিত হয়।

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটির মাধ্যমে তাদের ফল ও ফসলের ক্ষতি থেকে রক্ষা করুন। মানুষের ধন-সম্পদ অনিষ্ট থেকে রক্ষাসহ সঠিক নেতৃত্ব দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।