আজ যেসব জেলায় আঞ্চলিক ইজতেমা শুরু


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

আজ (৫ জানুয়ারি, বৃহস্পতিবার) দেশের তিনটি জেলায় একযোগে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। জেলা তিনটি হলো- ভোলা, ফরিদপুর এবং মাগুরা।

ভোলা জেলার দৌলতখান উপজেলার ঘুইংগারহাটে একশত একর জমিতে ইজতেমার আয়োজন করা হয়েছে। এ আঞ্চলিক ইজতেমায় বিভিন্ন এলাকার কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছে।

ফরিদপুরের শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর এলাকায় কুমার নদীর তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বৃহত্তর ফরিদপুরের আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।

মাগুরা জেলার আঞ্চলিক ইজতেমায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আজ ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

তিন জেলায় শুরু হওয়া এ আঞ্চলিক ইজতেমা আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ইজতেমায় আগতদের সার্বিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও ব্যবস্থাপনা রয়েছে।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।