মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
দুনিয়াতে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তাই দুনিয়ার প্রত্যেক মুসলমান বান্দার চূড়ান্ত কামনা হলো, সে যেন ঈমানদার মুমিন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য মৃত্যুর সময় তাঁর কাছে মুসলমান হিসেবে ঈমান নিয়ে উপস্থিত হতে কুরআনে একটি দোয়া বর্ণনা করেছেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাঁর স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহর দরবারে এ দোয়া করেছিলেন। যা আল্লাহ তাআলা কবুল করেন। যা তুলে ধরা হলো-
উচ্চারণ : ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আংতা ওয়ালিয়্যি ফিদদুনইয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমাওঁ ওয়া আলহিক্বনি বিস-সালিহিন। (সুরা ইউসুফ : আয়াত ১০১)
অর্থ : (হে আল্লাহ!) আসমান জমিনের সৃষ্টিকর্তা তুমিই ইহকাল ও পরকালে আমার অভিভাবক; তুমিই আমাকে মুসলিম হিসেবে মৃতু্যদান কর এবং স্বজনদের বা সৎ লোকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দান কর।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় নামাজের পর এ দোয়ার মাধ্যমে মুসলিম হিসেবে মৃত্যুবরণের সৌভাগ্য অর্জন করতে কুরআনের এ আয়াতের মাধ্যমে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম