যেভাবে শরীরের সদকা আদায় করবেন


প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের শরীরে রয়েছে অসংখ্য জোড়া। মানুষের শরীরের এ সুনিপুন জোড়াগুলোর হক বা সদকা আদায় করা প্রত্যেক মানুষের জন্যই আবশ্যক কর্তব্য।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের শরীরের হক আদায় করে সদকা’র সাওয়াব লাভ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। হাদিসে এসেছে-

2016October

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রতিদিন যখন সূর্য ওঠে (তখন) মানুষের শরীরের প্রতিটি জোড়ার সদকা আদায় করা আবশ্যক কর্তব্য। (আর তা হলো-)
>> দুইজন (বিবাদে জড়িত) মানুষের মাঝে ইনসাফ (বিবাদ মীমাংশা) করে দেয়া হচ্ছে সদকা;
>> কোনো আরোহীকে তার বাহনের ওপর আরোহন করতে বা তার ওপর বোঝা ওঠাতে সাহায্য করা হচ্ছে সদকা;
>> (দুনিয়ার প্রতিটি) ভালো কথা হচ্ছে সদকা;
>> নামাজের জন্য (জুমআ) মসজিদ বা (পাঞ্জেগানা বা সুনির্দিষ্ট) নামাজের স্থানে যাওয়ার প্রতিটি পদক্ষেপই হচ্ছে শরীরের জোড়ার সদকা;
>> রাস্তা থেকে (ইট-পাথর, কাঁটা, ময়লাসহ ক্ষতিকর) কষ্টদায়ক জিনিস সরানো হচ্ছে সদকা। (বুখারি ও মুসলিম)

অন্য হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি নিয়মিত চাশতের নামাজ (চার রাকাআত) আদায় করে তবে ওই ব্যক্তির শরীরের সদকা আদায় হয়ে যাবে।

পরিশেষে...
প্রত্যেককেই তার শরীরে প্রতিটি জোড়ার হক আদায় করা আবশ্যক। যাতে সদকা আদায়ের ছাওয়াবও পাওয়া যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত কথা কাজ এবং নামাজের মাধ্যমে শরীরের প্রতিটি জোড়ার হক আদায় করে সদকার সাওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।