কাবার গিলাফে তাওয়াফের শুরু ও শেষের স্থান চিহ্নিত


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৭ নভেম্বর ২০১৬

পবিত্র নগরী মক্কা জিয়ারত মুসলিম উম্মাহর হৃদয়ের সর্বোচ্চ চাওয়া এবং পাওয়া। সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহ পবিত্র কাবা জিয়ারতে পবিত্র নগরী মক্কায় যায়। কিন্তু কোন স্থান থেকে কাবা শরিফ তাওয়াফ শুরু করতে হবে বা কোথায় শেষ করতে হবে, প্রথম প্রথম তা অনেকেই নির্ধারণ করতে পারেন না। আবার দূর থেকে ভিড়ের কারণে অনেকেই শুরু এবং শেষের স্থান নির্ধারণ করতে পারেন না। অথচ কাবা শরিফে প্রবেশের পর প্রথমেই কাবা ঘরকে তাওয়াফ করা হলো সুন্নাত।

মুসলিম উম্মাহর সুবিধার্থে হারামাইন শরিফের তত্ত্বাবধায়ক সংস্থা প্রথম বারের মতো তাওয়াফের শুরু এবং শেষের স্থান চিহ্নিত করতে কাবার গিলাফে নতুন চিহ্ন সংযোজন করেছেন। যা হজ, ওমরা ও জিয়ারতকারীদের জন্য বিশেষ সুবিধা হবে।

Kaaba

কাবা শরিফের নতুন গিলাফে তাওয়াফ শুরুর স্থান বরাবর বড় করে আরবিতে ‘আল্লাহু আকবার’ লেখা সংযোজন করা হয়েছে। হাজরে আসওয়াদের কোনার ওপর থেকে নিচ পর্যন্ত চারটি ‘আল্লাহু আকবার’ লেখা নকশা লাগানো হয়েছে।

হারামাইন শরিফের তত্ত্বাবধায়ক সংস্থা এক টুইট বার্তায় জানান, কাবা শরিফের নতুন গিলাফে তাওয়াফের শুরু এবং শেষের স্থানকে বিশেষভাবে চিহ্নিত করায় তাওয়াফকারী সাধারণ মানুষের জন্য দূর থেকে তাওয়াফ করা এবং হিসাব রাখায় বিশেষ উপকার হবে।

Kaaba

কারণ তাওয়াফের সময় ভিড়ের ফলে অনেকেই তাওয়াফের শুরু এবং শেষের স্থান নির্ধারণে ভুল করেন তাই কাবা শরিফ জিয়ারতকারীদের জন্যই সংশ্লিষ্ট সংস্থা এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

আগে কাবা শরিফ তাওয়াফের শুরু এবং শেষের স্থানে একটি লাইট বা বাতি সংযোজিত ছিল। যা এখন পরিবর্তন করা হয়েছে।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।