যে তাসবিহ পাঠে দোয়া কবুল হয়
আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’ আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি। যার অর্থ হলো- ‘শ্রবণকারী’
আল্লাহর গুণবাচক নাম (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আস-সামিয়ু’
অর্থ : ‘শ্রবণকারী।’
আল্লাহর গুণবাচক নাম (اَلْمُذِلُّ)-এর আমল
ফজিলত
>> বৃহস্পতিবার চাশতের নামাজের পর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’ নামটি ৫০০ বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।
>> অন্যত্র এসেছে, যে ব্যক্তি শুধু বৃহস্পতিবার নয় বরং প্রতিদিন চাশতের নামাজের পর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’ নামটি ১০০ বার পাঠ করবে। ওই ব্যক্তি যে দোয়া-ই করুক না কেন তা গৃহীত হবে; কিন্তু শর্ত হলো- এ তাসবিহ পাঠকালে মাঝে কোনো কথা বলা যাবে না।
পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চাশতের নামাজের পরের এ তাসবিহ পাঠে মনের একান্ত চাওয়াগুলো পূরনের তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস