কিয়ামতের আগে ইয়াজুজ-মাজুজের আবির্ভাব


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ৩০ অক্টোবর ২০১৬

ইয়াজুজ মাজুজ বনি আদমের বড় দুটি উম্মত। কিয়ামত পূর্ববর্তী সময়ে তারা প্রান্তসীমার প্রাচীর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করবে। তারা অনেক বড় শক্তিশালী ও হিংস্র জাতি হিসেবেই আগমন করবে। তাদের মোকাবেলা করার মত কারো শক্তি হবে না। তাদের আবির্ভাব কিয়ামতের বড় আলামতের একটি। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে।

অত:পর হজরত ঈসা আলাইহিস সালাম ও তাঁর সাথীগণ তাদের উপর বদ-দোয়া করবেন; যার ফলে ইয়াজুজ মাজুজ ও তাঁর দলবল সকলেই মারা যাবে। কুরআনে তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে।’ (সুরা আম্বিয়া : আয়াত ৯৬)

হজরত নাওয়াস ইবনে মাসআ’ন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করেন। তাকে হত্যা করবেন হজরত ঈসা আলাইহিস সালাম লুদ গেটে- এতে আরো রয়েছে, ‘যখন আল্লাহ তাআলা হজরত ঈসা (আলাইহিস সালাম)-এর নিকটে অহি করে বলবেন, আমি আমার এমন বান্দাদের বের করব; যাদের হত্যা করার মত কেউ নেই।

অতএব, আমার বান্দাদেরকে তূর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বল। এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজ জাতিদ্বয়কে প্রেরণ করবেন এবং তারা প্রত্যেকে উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। তাদের প্রথম ভাগ ‘ত্ববারিয়্যা’ হ্রদ বা লেকের পাশ দিয়ে অতিক্রম করার সময় তার পানি পান করে ফেলবে। এরপর তাদের শেষাংশ অতিক্রম করার সময় বলবে, এতে এ সময় পানি ছিল।

আল্লাহর নবি ঈসা (আলাইহিস সালাম) ও তাঁর সাথীদের অবরুদ্ধ করা হবে। তখন তাদের নিকট একটি গরু আজ তোমাদের কারো নিকটে একশত দিনারের চেয়েও উত্তম হবে। অতপর আল্লাহর নবি ঈসা (আলাইহিস সালাম) ও তাঁর সাথীগণ মুক্তি চাইবেন।

তখন আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার কীট প্রেরণ করবেন। আর তারা সকলে একসাথে প্রভাত করবে মৃত্যুবরণ করে। অতপর আল্লাহর নবি ঈসা (আলাইহিস সালাম) ও তাঁর সাথীগণ জমিনে অবতরণ করবেন। (মুসলিম)

পরিশেষে...
হজরত ঈসা আলাইহিস সালাম ও তাঁর সাথীগণ জমিনে অবতরণের পর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। অতপর আল্লাহ পাখী প্রেরণ করবেন এবং তারা ইয়াজুজ ও মাজুজদেরকে বহন করে আল্লাহ তাআলা যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলে দিবে।

ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর আল্লাহ তাআলা বৃষ্টি বষর্ণ করে পৃথিবীকে ধৌত করে দিবেন। অতপর জমিনে বরকত নাজিল হবে; শাক-সবজি ও ফল-ফলাদি উৎপাদিত হবে এবং শস্যাদি ও পশুতে বরকত নাজিল হবে।
কিয়ামত পূর্ববর্তী সময়ের ভয়াবহ পরিস্থিতির অবস্থায় আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইয়াজুজ মাজুজের অত্যাচার নির্যাতন ও ভয়বাহ অবস্থা থেকে হিফাজত করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।