রিযিক বৃদ্ধির আমল


প্রকাশিত: ১০:১০ এএম, ১৯ অক্টোবর ২০১৬

আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে (اَلرَّزَّاقُ) ‘আর-রায্‌যাকু’ একটি। যার অর্থ হলো- ‘রিযিক সৃষ্টিকারী, সৃষ্টি জগতের নিকট রিযিক প্রেরণকারী।’

সংক্ষেপে এ গুণবাচক নাম    (اَلرَّزَّاقُ) ‘আর-রায্‌যাকু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal-Inner

উচ্চারণ : ‘আর-রায্‌যাকু’
অর্থ : ‘রিযিক সৃষ্টিকারী, সৃষ্টি জগতের নিকট রিযিক প্রেরণকারী।’

ফজিলত
>> যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে এ পবিত্র গুণবাচক (اَلرَّزَّاقُ) ‘আর-রায্‌যাকু’ নামের জিকির করবে তাঁর রিযিক বৃদ্ধি পাবে।

>> যে ব্যক্তি সুবহি সাদেকের পর ফজরের নামাজের পূর্বে নিজ ঘরের চার কোণে গিয়ে আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক (اَلرَّزَّاقُ) ‘আর-রায্‌যাকু’ নামটি দশ দশ বার পাঠ করবে; সে ঘরে দুঃখ-দুর্দশা ও দারিদ্রতা কখনো আসবে না।

এ তাসবিহ পড়ার নিয়ম হলো- ঘরের ডান কোণ হতে শুরু করবে এবং ক্বিবলামুখী হয়ে তাসবিহ পড়বে।

পরিশেষে...
মুসলিম উম্মাহর উচিত আল্লাহ তাআলার নিকট রিযিকের প্রশস্ততায় এবং অভাব থেকে মুক্তি লাভ করতে আল্লাহ তাআলার এ গুণবাচক নাম (اَلرَّزَّاقُ) ‘আর-রায্‌যাকু’- নামের জিকিরের আমল করা। আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত এ গুণবাচক নামের জিকির ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।