মানুষের মুক্তিতে বেহেশত ও দোজখের সুপারিশ


প্রকাশিত: ০২:০৩ এএম, ১৫ অক্টোবর ২০১৬

হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি তিনবার জান্নাত তথা বেহেশত তালাশ করে, তবে বেহেশত আল্লাহ তাআলার দরবারে আবেদন করেন যে, হে আল্লাহ! তাঁকে বেহেশত দান করুন।

আর যদি কোনো ব্যক্তি তিনবার দোজখ হতে মুক্তি চায়, তাহলে দোজখ আল্লাহ তাআলার দরবারে আবেদন করেন যে, হে আল্লাহ! এ ব্যক্তিকে আপনি দোজখ হতে মুক্তি দান করুন। (তিরমিজি)

হাদিসের বর্ণনায় মানুষের মুক্তিতে বেহেশত এবং দোজখের সুপারিশের কথা স্মরণ করে মানুষের উচিত- সব সময় আল্লাহ তাআলার দরবারে জান্নাতের আশা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জান্নাত লাভের আবেদন এবং জাহান্নাম থেকে মুক্তির আবেদন তুলে ধরা হলো-

জান্নাত লাভের আবেদন

Suparish

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ।’ (তিনবার)
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান;

জাহান্নাম থেকে মুক্তির আবেদন

Suparish

উচ্চারণ : আল্লাহুম্মা আঝিরনা মিনান নার।’ (তিনবার)
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে মুক্তি দান করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিনই বেহেশতের আশা করার পাশাপাশি দোজখ থেকে মুক্তি লাভের কামনা করার তাওফিক দান করুন। জান্নাত ও জাহান্নামের সুপারিশ লাভ করার সৌভাগ্য দান করুন। পরকালীন জীবনের চিরস্থায়ী সফলতা লাভের জন্য সৎকাজের পাশাপাশি অসৎকাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।