কাবা শরিফে নতুন গিলাফ


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১২ অক্টোবর ২০১৬

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র কাবাঘরের চতুর্দিক সোমবার পুরোনো গিলাফ বদলে নতুন গিলাফ (কিসওয়া) আবৃত করা হয়েছে। এই প্রথমবারের মতো ইয়ামিনি কোণায় স্বর্ণখচিত কারুকার্যের একটা লাইন যোগ করা হয়েছে।

কাবাঘরের চারটি কোণ রয়েছে। উত্তরে ইরাকি কর্নার, পশ্চিমে লিভাটিন কর্নার, দক্ষিণে ইয়েমেনি কর্নার ও পূর্বদিকে কালো পাথর স্থাপিত রয়েছে। আজ (বুধবার) সৌদিআরব থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউদি গেজেট পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন গিলাফে ওপরের দিকে কিছু ক্যালিওগ্রাফিওতে পরিবর্তন করা হয়। আগে আল্লাহকে বর্ণনা করতে ‘ও দি লিভিং, দি ইটারনাল ওয়ান’ লিখা হলেও নতুন গিলাফে ‘আল্লাহ  ইজ দ্য গ্রেটেস্ট’ লেখা হয়।

নতুন গিলাপটির দৈর্ঘ্য ৬৫৮ বর্গমিটার। সম্পূর্ণ সিল্কের কাপড়ে স্বর্ণমিশ্রিত গিলাফটির মোট ৪৭টি অংশ একসঙ্গে জোড়া দিয়ে কাবা শরিফ ঢেকে দেয়া হয়। মক্কার একটি  বিশেষায়িত কারখানায় ২৪০ জন কারিগর, তাঁতি ও কর্মকর্তা এটি তৈরিতে অংশ নেন।  এটির নির্মাণ ব্যয় ৫ দশমিক ৮ মিলিয়ন ডলার।

এমইউ/এমএমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।