মানসিক প্রশান্তি লাভের দোয়া


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

দৈনন্দিন জীবনে চলার পথে মানুষ বিভিন্ন সমস্যা ও প্রতিকুলতার সম্মুখীন হয়। কখনো কখনো আর্থিক আদান-প্রদান, আবার বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবুঝির মাধ্যমে আপনজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। এ সকল পরিস্থিতিতে প্রশান্তি লাভের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য একটি দোয়া তুলে ধরেছেন।

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় নিয়মিত এ দোয়াটি পড়তেন। কখনো তা ছাড়তেন না। (আবু দাউদ, ইবনে মাজাহ)

Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল  আ’ফিয়াতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ; আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আ’ফওয়া ওয়াল আ’ফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাসতুর আ’ওরাতি ওয়া আমিন রাওয়া’তি। আল্লাহুম্মাহ ফাজনি মিন বাইনি ইয়াদাইয়ি ওয়া মিন খলফি ওয়া আ’ন ইয়ামিনি ওয়া আ’ন শিমালি ওয়া মিন ফাওকি; ওয়া আউ’জু বিআ’জমাতিকা আন আগতালা মিন তাহতি।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা চাই এবং দুনিয়া ও আখেরাতে প্রশান্তি চাই। হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমার দীন, আমার দুনিয়া, আমার পরিবার পরিজন এবং আমার ধন-সম্পদের ব্যাপারে প্রশান্তি চাই। হে আল্লাহ! আমার সব গোপন দোষগুলোকে তুমি ঢেকে রাখ, এবং আমার সব ভয়ের স্থানে তুমি আমাকে নিরাপত্তা দান কর। হে আল্লাহ! তুমি আমাকে সামনে পেছনে ডানে বামে ও উপরে সর্বদিক দিয়ে রক্ষা কর। হে আল্লাহ! তোমার বড়ত্ব ও মহত্ত্বের উসিলায় আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি যেনো আমার নিচের দিক দিয়ে মাটিতে দেবে না যাই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল অশান্তি ও পেরেশানিতে প্রশান্তি লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।