ঐতিহাসিক আরাফা ময়দানের লাইভ দেখুন


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

আজ পবিত্র হজ। হজের মূল কার্যক্রম আরাফার ময়দানে বিশ্ব মুসলিম মহাসম্মিলনে উপস্থিত হওয়া। আজ সকাল থেকেই সারা বিশ্ব থেকে আগত লাখ লাখ হজযাত্রী ফজরের পূর্ব থেকেই আরাফার উদ্দেশ্যে রওনা দেয়া শুরু করেন। যাদের অনেকেই ফজর নামাজ আদায় করেছেন মসজিদে নামিরায়। সাত লাখ লোক ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদ হলো ‘মসজিদে নামিরা’।

এ মসজিদ থেকেই হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন নতুন নির্বাচিত খতিব মুফতি ড. সালেহ বিন হুমাইদ। সকল হজ পালনকারী হজের খুতবা শ্রবণের অপেক্ষায়। হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফা ময়দান।

আজ সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় ৩টা) জোহরের আজানের পর ঐতিহাসিক আরাফার খুতবা শুরু হবে।

জাগো নিউজের পাঠকদের জন্য আরাফাহ ময়দানের কার্যক্রমের সরাসরি সম্প্রচার দেখার লিংক দেয়া হলো-



হজে অংশগ্রহণকারী প্রত্যেক হাজিকে আল্লাহ তাআলা সুষ্ঠু ‍ও সুন্দরভাবে হজের কার্যক্রমগুলো সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।