হজযাত্রীদের নিরাপত্তায় প্রশংসনীয় সিদ্ধান্ত


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

হজযাত্রীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকল বৈধ হজযাত্রীদের মানসম্পন্ন ও নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যে অনুমতি ব্যতিত হজ পালনে আগত লোকদের পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতি না দিয়ে সৌদি আরব হজ কর্তৃপক্ষ যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক বছরই সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ উপলক্ষে বৈধভাবে লাখ লাখ হজযাত্রী পবিত্র নগরী মক্কায় উপস্থিত হয়। যার ফলে হজের সময় ভিড় বেড়ে যায়।

তাছাড়া সৌদি আরবে অবস্থানরত দেশি-বিদেশি প্রায় লক্ষাধিক মানুষ বিনা অনুমতিতে হজে যোগদানের ফলে প্রচণ্ড ভিড়ের কারণে নিরাপত্তা বলয় ভেঙে পড়ে। সৌদি সরকার এবার ভিড়মুক্ত ও নিরাপদ হজ সম্পাদনে অবৈধ হজ পালনে আগতদের ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

গলফ নিউজ সূত্রে জানা যায় যে, হজে অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে ১০৯টি চেক পয়েন্ট বসানো হয়েছে। যার ফলে এখন পর্যন্ত হজের বৈধ অনুমতিপত্র না থাকায় ১ লাখ ৮৮ হাজার ৭৪৭ ব্যক্তিকে পবিত্র নগরী মক্কায় প্রবেশ করতে দেয়া হয়নি।

শুধু তাই নয়, হজের সময় পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতিপত্র না থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ৮৫ হাজার ৯৬৫টি গাড়ি এ পবিত্র নগরীতে প্রবেশ করতে দেয়নি। এ তথ্যগুলো গলফ নিউজকে জানিয়েছেন মক্কার পুলিশ প্রধান সাইয়্যেদ বিন সালেম আল কারনি।

বিগত বছরগুলোতে হজ উপলক্ষে পবিত্র মক্কা নগরীতে প্রায় ২৫ লাখ হজযাত্রী একত্রিত হয়েছিল। দিনদিন বৈধ হজযাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় এবার ৩৫ লাখ মানুষ হজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

এবার বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে ১ লাখ ১ হাজার ৫ জন পবিত্রন নগরী মক্কায় যাবেন। গতকাল (৫ সেপ্টেম্বর) পর্যন্ত ৯৯ হাজার ৭৩০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব পৌছেছেন। বাকি ১ হাজার ২৭৫ জন যাত্রী আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইনস যোগে পৌছে যাবেন বলে আশা করা যায়।

আল্লাহ তাআলা বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে আগত সকল হজযাত্রীকে সুন্দরভাবে নিরাপদে হজ আদায় করার তাওফিক দান করুন। হজের নিরাপত্তার দায়িত্বে থাকা হজ কর্তৃপক্ষকে হজযাত্রীদের কল্যাণে সকল সমস্যার সুষ্ঠু সমাধানে তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।