জিকিরের উপকারিতা


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, অতএব, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার প্রতি কৃতজ্ঞতা (শোকর) জ্ঞাপন কর, অকৃতজ্ঞ হইও না।’ (সুরা বাক্বারা : আয়াত ১৫২)

এ আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে তাঁর জিকির করার নির্দেশ প্রদান করেছেন। জিকিরের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার গোনাহ মাফ করে দেন ফলে বান্দা তাঁর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। হাদিসে জিকিরের অনেক গুরুত্বপূর্ণ উপকারের কথা উল্লেখ করা হয়েছে। যা তুলে ধরা হলো-

জিকিরের উপকারিতা
>> হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলোচ্য আয়াতের জিকির প্রসঙ্গে বলেন, আমার ইবাদাত করতে থাক আমি মাগফিরাত দান করে তোমাকে স্মরণ করব তথা তোমার গোনাহ মাফ করে দেব।

>> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘বান্দা আমাকে যেমন মনে করে আমি তার জন্য তেমনই হয়ে থাকি। আর সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার হয়ে যাই।

>> হজরত আবদুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নসিহতমূলক একটি হাদিস বর্ণনা করেছেন, ‘প্রত্যেক মানুষের অন্তরে দুটি কক্ষ আছে। একটিতে থাকে ফেরেশতা এবং অন্যটিতে থাকে শয়তান। যখন মানুষ জিকিরে আত্মনিয়োগ করে তখন শয়তান দূরে সরে যায় এবং যখন জিকির থেকে গাফেল হয়ে যায় তখণ শয়তান নিজের ঠোঁট তার অন্তরে স্থাপন করে এবং কুমন্ত্রণা দিতে থাকে।

>> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিকির সফলতা সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন, ‘মোফরাদ’ ব্যক্তিগণ বিজয়ী হয়ে গেছে? সাহাবাগণ বললেন, ‘হে আল্লাহর রাসুল! মোফরাদ ব্যক্তি কারা? তিনি বললেন, ‘অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী নারী ও পুরুষগণ।

পরিশেষে...
কুরআনের এ আয়াত এবং উল্লেখিত হাদিস দ্বারা জিকিরের গুরুত্বপূর্ণ উপকারিতার কথাই বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে জিকির এমন একটি বরকতময় কাজ যা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশে ইখলাছ এবং আন্তরিকতার সঙ্গে ইবাদাত-বন্দেগির মাধ্যমে সম্পাদন করা জরুরি। যেহেতু আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে কঠিনকারী গাফলত থেকে বিরত রাখে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার যাবতীয় গাফলতি থেকে মুক্ত থাকতে তাঁর জিকির করার এবং সকল উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।