যে আমলে জান্নাতবাসী হওয়া যায়


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৭ আগস্ট ২০১৬

ইসলামের প্রতিটি বিধি-নিষেধ মানুষের কল্যাণেই আরোপিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর পথে মতে চলার এবং পরকালীন জীবনে পরিপূর্ণ সফলতার জন্য অনেক পথই দেখিয়েছেন। কুরআন এবং হাদিসে তার বর্ণনা বিদ্যমান। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক একটি নাম মুহাইমিন (اَلْمُهَيْمِنُ)। এ নামের নিয়মিত আলমকারী ফজিলত বর্ণনায় এসেছে যে, ঐ ব্যক্তি জান্নাত বা বেহেশতবাসী হবে। আমলটি তুলে ধরা হলো-
Amal
উচ্চারণ : আল-মুহাইমিনু।’
অর্থ : সকল বস্তুর রক্ষাকারী।

ফজিলত
(اَلْمُهَيْمِنُ) আল-মুহাইমিনু আল্লাহ তাআলা গুণবাচক নাম। এ শব্দের অর্থ হলো- সকল বস্তুর রক্ষক। অর্থাৎ আল্লাহ তাআলাই শুধুমাত্র সৃষ্টির সকল কিছুর রক্ষক। এ গুণবাচক নামের জিকিরের ফজিলত বর্ণনায় এসেছে-
>> যে ব্যক্তি গোসলের পর এ গুণবাচক নামটি ১১৫ বার পড়বে সে অদৃশ্য জগতের বিষয়াবলী সম্পর্কে অবহিত হবে।

>> আর যে ব্যক্তি সব সময় এ গুণবাচক নামের জিকির করবে সে সব ধরনের মসিবত থেকে রক্ষা পাবে এবং জান্নাত তথা বেহেশতবাসী হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এ ছোট্ট গুণবাচক নাম (اَلْمُهَيْمِنُ) ‘‌আল-মুহাইমিনু’-এর জিকির করার মাধ্যমে ঘোষিত ফজিলত অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।