ইসলামের রোকন সম্পর্কে বিশ্বনবির বর্ণনা ও সুসংবাদ


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৫ আগস্ট ২০১৬

বনু সাদ ইবনে বকর গোত্রের যিসাস ইবনে সা’লাবা রাদিয়াল্লাহু আনহু নবম হিজরিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আগমন করেন। এবং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইসলামের রোকন তথা স্তম্ভ সম্পর্কে কিছু প্রশ্ন করে জানতে চান তা সত্য কিনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রশ্নের জবাব এবং তা পালনে বেহেশত লাভের ঘোষণা দিয়েছেন। এ হাদিস হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় হুবহু তুলে ধরা হলো-

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কোনো ব্যাপারে প্রশ্ন করতে (কুরআনে) আমাদেরকে (সাহাবাদের) নিষেধ করা হয়েছে। তাই কোনো বুদ্ধিমান বেদুঈন এসে তাঁকে প্রশ্ন করতে থাকলে আমরা তা শুনে আশ্চর্যান্বিত হতাম।

একদিন এক বেদুঈন এসে তাঁকে বললেন, হে মুহাম্মাদ! আপনার প্রতিনিধি আমাদের কাছে গিয়ে বলল, আপনি নাকি দাবি করেন যে, আল্লাহ আপনাকে রাসুল করে পাঠিয়েছেন? তিনি বললেন, ‘সে (প্রতিনিধি) সত্যই বলেছে’।

সে জিজ্ঞাসা করল, কে আসমান সৃষ্টি করেছেন? তিনি বললেন, ‘আল্লাহ’।
সে জিজ্ঞাসা করল, মাটির পৃথিবী কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, ‘আল্লাহ’।
সে জিজ্ঞাসা করল, এ উঁচু পর্বতমালা দাঁড় করিয়ে তন্মধ্যে বিভিন্ন ভোগ্য জিনিস বস্তু সৃষ্টি করেছেন কে? তিনি বললেন, ‘আল্লাহ’।
সে বলল, সেই সত্তার শপথ! যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলো যথাস্থানে স্থাপন করেছেন। আল্লাহ কি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন? তিনি বললেন, ‘হ্যাঁ’।

সে বলল, আপনার প্রতিনিধি বলেছে যে, আমাদের ওপর দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ধার্য করা হয়েছে। তিনি বললেন, ‘সে সত্যই বলেছে।’

সে বলল, শপথ সেই সত্ত্বার! যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন। আল্লাহকি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, ‘হ্যাঁ’।

সে বলল, আপনার প্রতিনিধি বলেছে যে, আমাদের মাল-সম্পদের জাকাত দেয়া আমাদের ওপর ফরজ। তিনি বললেন, ‘সে সত্য বলেছে।’

সে বলল, যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন, তাঁর শপথ করে বলছি! আল্লাহকি আপনাকে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, ‘হ্যাঁ’।

সে বলল, আপনার প্রতিনিধি বলেছে যে, আমাদের ওপর প্রতি বছর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। তিনি বললেন, ‘সে সত্য বলেছে।’

সে বলল, যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন, তাঁর শপথ করে বলছি! আল্লাহকি আপনাকে এর হুকুম দিয়েছেন? তিনি বললেন, ‘হ্যাঁ’।

সে বলল, আপনার প্রতিনিধি বলেছে যে, আমাদের ওপর বাইতুল্লায় গিয়ে হজ আদায় ফরজ করা হয়েছে। যদি রাস্তা অতিক্রম করার সামর্থ্য থাকে। তিনি বললেন, ‘সে সত্য বলেছে।’

বর্ণনাকারী (হজরত আনাস) বলেন, অতঃপর লোকটি চলে যেতে যেতে বলল, ‘সেই সত্ত্বার শপথ! যিনি আপনাকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। আমি এ নির্দেশগুলোর মধ্যে কম-বেশি করব না।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এ ব্যক্তি সত্য বলে থাকলে অবশ্যই সে বেহেশতে প্রবেশ করবে। (মুসলিম)

পরিশেষে...
আগন্তুক বেদুঈন যিসাস ইবনে সা’লাবার প্রশ্নের প্রেক্ষিতে বিশ্বনবির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তর হোক আমাদের ঈমানের মানদণ্ড। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করে জান্নাত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।