বাইতুল্লাহর রোকন বা প্রান্ত পরিচিতি


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৩ আগস্ট ২০১৬

বাইতুল্লাহ বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। হজ ও ওমরার জন্য আল্লাহ প্রেমিকগণ বাইতুল্লাহ উপস্থিত হয়। অনেকেই বাইতুল্লাহ’র রোকন বা প্রান্ত বা কোণ সম্পর্কে অবহিত নন। আল্লাহ প্রেমিক হাজিগণের জন্য বাইতুল্লাহর প্রান্তসমূহের পরিচিতি তুলে ধরা হলো-

১. হাজরে আসওয়াদ কোণ। যেখান থেকে হাজিগণ তাওয়াফ শুরু করেন। এটা দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।

২. রোকনে ইয়ামেনি কোণ। বাইতুল্লাহর দক্ষিণ-পশ্চিম দিকের প্রান্ত বা দিক।

৩. শামি কোণ। যা বাইতুল্লাহর পশ্চিত-উত্তর কোণ বা প্রান্তে অবস্থিত।

৪. ইরাকি কোণ। বাইতুল্লাহর পূর্ব-উত্তর কোণ বা  প্রান্ত।

সাধারণত প্রথম ও দ্বিতীয় কোন অর্থাৎ হাজরে আসওয়াদের কোণ ও রোকনে ইয়ামেনিকে একত্রে রোকনে ইয়েমেনি কোণ বলা হয়।

আর বাকি দুই কোণকে রোকণে শামি বলা হয়ে থাকে। শামি কোণ দুটি হাতিমে কাবার অন্তর্গত বিধায় তাওয়াফের সময় তা স্পর্শ করা যায় না। কারণ হাতিমে কাবা তাওয়াফের অন্তর্ভূক্ত।

আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে বাইতুল্লাহ জিয়ারাতের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।