কাবা শরীফ দেখার পর যে দোয়া পড়তে হয়


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১০ আগস্ট ২০১৬

হজের কেন্দ্রস্থল হচ্ছে বাইতুল্লাহ। হজ ও ওমরা পালনে মুসলিম উম্মাহকে পবিত্র নগরী বাইতুল্লায় যেতে হয়। হজের মূল কাজের মধ্যে বাইতুল্লাহ জিয়ারতও একটি। এ বাইতুল্লাহ তথা কাবা শরীফ প্রথম দেখাতে যে দোয়া পড়তে হয়, তা তুলে ধরা হলো-

বাইতুল্লাহ দেখে যে দোয়া পড়তে হয়-

Haj-Doa

উচ্চারণ- আল্লা-হুম্মা আংতাস সালা-ম; ওয়া মিনকাস সালা-ম; ওয়া ইলাইকা ইয়ায়ু’-দুস সালা-ম; ফাহাইয়্যেনা- রাব্বানা- বিসসালা-ম; ওয়া আদ্‌খিলনাল জান্নাতা দা-রাস সালা-ম, তাবা-রাক্‌তা রাব্বানা- ওয়াতাআ’-লাইতা ইয়া- জাল ঝালা-লি ওয়াল ইকরা-ম।

হে আল্লাহ! প্রত্যেকটি মানুষকে হজের তাওফিক দান করুন। বাইতুল্লায় দেখার সঙ্গে সঙ্গে এ দোয়া পড়ার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল প্রার্থনা কবুল করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।