ইহরাম বাঁধার পূর্বে আবশ্যকীয় সুন্নাত কাজ


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৭ আগস্ট ২০১৬

হজ ও ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ইহরাম বাধার সময় কিছু কাজের প্রতি খেয়াল রাখতে হবে। হাদিসে এ বিষয়গুলো প্রতি খেয়াল রাখতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে-

১. গোঁফ (মোচ) ছোট রাখা;
২. নখ কাটা;
৩. নাভির নিচের লোম পরিষ্কার করা;
৪. বগলের লোমগুলো পরিষ্কার করা।

ইহরাম বাঁধার পূর্বেই এ বিষয়গুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখা। এ গুলো পরিষ্কার করার প্রয়োজন হলে অবশ্যই ইহরাম বাঁধার পূর্বেই তা পরিষ্কার করা। যাতে ইহরাম বাঁধার পর ঐগুলো কাটার প্রয়োজন না হয়। কেননা এগুলো ইহরাম অবস্থায় কাটা হারাম।

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ‘গোঁফ ছোট রাখা, নখ কাটা, বগল পরিষ্কার করা এবং নাভির নিচের লোম পরিষ্কার করার ব্যাপারে আমাদেরকে সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে। যেন ৪০ দিনের অধিক সময় আমরা উহা ছেড়ে না দিই। অর্থাৎ এগুলো কাটা বা পরিষ্কার করার কাজে ৪০ দিনের অধিক সময় যেন অতিক্রম না করে। (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ সকল বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার তাওফিক দান করুন। হজ ও ওমরা পালনে পরিপূর্ণ সুন্নাত পালনের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।