যা থেকে বিরত থাকতে স্বয়ং বিশ্বনবির প্রার্থনা


প্রকাশিত: ০৫:৩২ এএম, ২৮ জুলাই ২০১৬

দুনিয়া এবং পরকালের কল্যাণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানবজাতির জন্য অসংখ্য আদেশ, নিষেধ এবং উপদেশ আরোপ করে গেছেন। যে কাজ করলে দুনিয়া ও পরকালের কল্যাণ হবে এবং যে কাজে উভয় জগতের ক্ষতি হবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এ রকমই ৪টি অকল্যাণ কাজ হতে স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছেন। যা তুলে ধরা হলো-

Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউ’জুবিকা মিন ক্বাল্‌বিন লা ইয়াখশায়ু’; ওয়া মিন দুআ’ইন লা ইয়াসমায়ু’; ওয়া মিন নাফসিন লা তাশবায়ু’; ওয়া মিন ই’লমিন লা ইয়াংফায়ু’; আউ’জুবিকা মিন হা-উলাইল আরবায়ি।

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে আশ্রয় চাই এমন হৃদয় থেকে, যা বিনীত হয় না; এমন দোয়া থেকে যা কবুল হয় না; এমন নফস (আত্মা) থেকে যা পরিতৃপ্ত হয় না; এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না; আমি আশ্রয় চাই এ চারটি (অকল্যাণকর) বিষয় থেকে। (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির শিখানো পদ্ধতিতে দোয়া করে উপরোক্ত চারটি বিষয়ের অকল্যাণ থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।