নামাজের জামাআতে মুক্তাদিগণ যেখানে দাঁড়াবেন


প্রকাশিত: ১১:১১ এএম, ২০ জুলাই ২০১৬

একাধিক মুসল্লি একত্রিত হলে জামাআতে নামাজ আদায় করা আবশ্যক। জামাআতে নামাজ আদায় করার সময় মুসল্লিগণ ইমামের পিছনে দাঁড়ায়। জামাআতে নামাজ আদায়ের ক্ষেত্রে যদি মুসল্লি কম হয় তবে সে ক্ষেত্রে মুসল্লিরা কিভাবে দাঁড়াবেন তা তুলে ধরা হলো-

১. জামাআতে নামাজ আদায়ের সময় মুক্তাদির জন্য ইমামের পিছনে দাঁড়ানো সুন্নাত।
২. মুক্তাদি যদি একজন হয়, তবে সে মুক্তাদি ইমামের বরাবর ডান পাশ্বে দাঁড়াবে।
৩. ইমাম একজনকে নিয়ে নামাজ আরম্ভ করলে পরবর্তীতে যদি আরো মুসল্লি হয় তবে ইমাম মুসল্লিদের পিছনে ঠেলে দিবেন অথবা সামনে জায়গা থাকলে ইমাম সামনে এগিয়ে দাঁড়াবেন।
৪. মুসল্লিরা ইমামের ডান দিকে দাঁড়াতে পারে, অথবা ইমামের ডান ও বাম উভয় পাশ্বেও দাঁড়াতে পারে।
৫. মুসল্লিদের কোনোভাবেই ইমামের সামনে দাঁড়ানো জায়েয নেই।
৬. মুক্তাদিকে এককভাবে শুধু ইমামের বাম দিকে দাঁড়ানো যাবে না। অতি প্রয়োজনের ক্ষেত্রে বাম দিকেও দাঁড়ানো যেতে পারে।
৭. মুক্তাদি যদি পুরুষ মহিলা উভয়ই থাকে তবে আগে ইমামে পিছনে প্রথমে পুরুষ এবং একেবারে পিছনে মহিলারা পরিপূর্ণ পর্দার সহিত দাঁড়াবেন।
৮. আর মহিলা ইমাম হলে মহিলাদের সারির মধ্য ভাগে দাঁড়িয়ে ইমামতি করবে। অর্থাৎ মহিলা মুক্তাদিরা ইমামের পিছনে দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়াবে।

আল্লাহ তাআলা মুসল্লিদেরকে ইমামের পিছনে সুন্দরভাবে শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।