অভাব মোচনের প্রয়োজনীয়তা ও উপায়


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৭ জুলাই ২০১৬

অভাব মানুষকে পাপের পথে পরিচালিত করে। শুধু তাই নয়, অর্থাভাবে মানুষ কুফরি করতেও দিধা করে না। সুতরাং সমাজ থেকে অভাব-অনটন তথা দারিদ্র্যতা বিমোচনের যথাযথ উপায় অবলম্বন করা জরুরি। দারিদ্রতা থেকে মুক্ত হতে অন্যায় পথে অর্থ উপার্জনের পদক্ষেপ গ্রহণ করা বৈধ নয়। তাই দারিদ্রতা বিমোচনের উপায় হিসেবে সঠিক পথে থেকে উপর্জন করার মাধ্যমে স্বচ্ছলতা লাভ করার কিছু ইসলামি নিয়ম-নীতি তুলে ধরা হলো-

১. কর্ম জীবনের প্রতিটি কাজে তাকওয়া (আল্লাহভীতি) অবলম্বন করা;
২. সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া;
৩. যাবতীয় গোনাহের কাজ থেকে তওবা করা;

৪. সুখে-দুঃখে আল্লাহর ওপর ভরসা করা;
৫. যথাযথ বিধান মেনে আল্লাহর ইবাদাত-বন্দেগি করা;
৬. আল্লাহর নৈকট্য অর্জনের নিয়তে দারিদ্র্যমুক্তির কাজে করজে হাসানা প্রদান করা;

৭. তাওফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা;
৮. গরিব-দুঃখীর মাঝে দান করা;
৯. প্রয়োজনে আল্লাহর জন্য হিজরত করা;

১১. সামর্থবানদের হজ ও ওমরা আদায় করা;
১২. ইলমে দ্বীনের শিক্ষার্থীদেরকে সাহায্য করা।

পরিশেষে...
দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে আল্লাহর সাহায্য এবং তাঁর ভরসার বিকল্প নেই। প্রতিটি কাজের দায়িত্ব পালনে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকলে, মালিক-শ্রমিক সবাইকে আল্লাহ তাআলা দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনের প্রতি পদক্ষেপে উপরোক্ত বিষয়গুলো মেনে চলার মাধ্যমে অভাবমুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।